সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত হয়েছে।
১৮ অক্টোবর (বুধবার) দিবসটি পালন উপলক্ষে বিকাল চারটায় জেলা বীরশ্রেষ্ঠ শহীদ নুর মোহাম্মদ স্টুডিয়াম চত্বরের অফিস কক্ষে শেখ রাসেলের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের সভাপতি কবি আশা মনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ বখতিয়ার হোসেন, ইউসুফ স্যার, সুবোধ বিশ্বাস, মৃত্যন্জয় রায়, সৈয়দ নুরআলী, নিত্যগোপাল বিশ্বাস, নিলুফা ইয়াসমিন,, মনিকা মজুমদার, আলমগীর সিদ্দিকি, সাবিনা ইয়াসমিন নয়ন, মিজানুর রহমান, সবুজ সুলতান, অর্পা সাহা, হাসনা খাতুন, এ্যাডভোকেট রমা রাণী, এ্যাডভোকেট লিটু, দেবব্রত চক্রবর্ত্তী লিন্টু,সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু পুত্র ও জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন ও তার বিদ্রোহী আত্মার শান্তি কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।