সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:
সারা বাংলাদেশে কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় নড়াইল সদর উপজেলা সহকারী শিক্ষক দের আয়োজনে সহকারী শিক্ষক দের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর (শনিবার) সকাল দশটায় নড়াইল পুরাতন বাসটার্মিনাল চত্বরে নড়াইল সদরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সহকারী শিক্ষক দের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করেন,সালাউদ্দিন সিকদার গ্রীন, মো: আমিনুর রহমান, মো: কামরুজ্জামান, মো: জাকির হোসেন বিপ্লব, মো: আশিকুর রহমান দ্বীপ, ইকরামুল হোসেন রিপন, মো: হামিমুর রহমান, রাফেজা রহমান, মাবিয়া সুলতানা, মোয়াজ্জেম হোসেন রেন্টু, মো: মোস্তাফিজুর রহমান, মো: তরিকুল ইসলাম, মো: সোহেল নাদিম শিমু।
এছাড়া মানব বন্ধনে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এসকল বৈষম্য দুর করে ১২তম গ্রেড বাতিল করে ১০ম গ্রেড চালু করতে হবে। অন্যথায় আমরা আমরা এর থেকেও বড়ো আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করবো।