নড়াইলে প্রচারনামুলক মাদক বিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:

নড়াইলে প্রচারনামুলক মাদক বিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, এসো মাদক প্রতিরোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি, স্লোগান কে সামনে রেখে যুবসমাজ কে উদ্বুদ্ধ করতে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

৩ অক্টোবর( মঙ্গলবার) বিকালে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্ব রূপগঞ্জ কুড়িগ্রাম শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়। উক্ত খেলায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ফুটবল দল বনাম এগিয়ে চলো ফুটবল একাডেমি অংশগ্রহণ করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মাদ কামরুজ্জামান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার বাশগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আজিবর রহমান, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আবদুর রশিদ মন্নু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ পরিদর্শক শাহরিয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মাদক থেকে বিরত থাকার উপায় হিসাবে যুবকদের খেলাধুলার উপর বিশেষ গুরুত্ব অরপ করেন।

error: Content is protected !!