সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:
নড়াইল লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ওলিয়ার মোল্যা (৬০) নামে এক কৃষক কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।১৩ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে নিহতের এ ঘটনা ঘটে। নিহত ওলিয়ার মোল্লা লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।নিহত কৃষক ওলিয়ার মোল্লার স্ত্রী আছমা বেগম সাংবাদিক দের জানান, সকালে ওলিয়ার বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে মাঠে যাচ্ছিলেন। পথে পঞ্চপল্লীর মাতব্বর ফিরোজ,মফিজ ও রোকন মোল্যার নেতৃত্বে ১৫-২০ জন ওলিয়ার মোল্যার উপর ঝাপিয়ে পড়ে। এবং তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।আছমা বেগম আরও বলেন, পূর্বে থেকেই জমি জমিজমা নিয়ে ফিরোজ, মফিজ, রোকন মোল্লা দের সাথে আমার স্বামী নিহত ওলিয়ার মোল্লার সাথে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ওরা আমার স্বামী কে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করেছে ।হত্যার বিষয় সম্পর্কে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পাওয়া মাত্র নিহত কৃষক ওলিয়ারের মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এবং এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।