নড়াইলে পুলিশের হাত থেকে ওয়ারেন্ট ভুক্ত আসমি ছিনতাই

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 hours ago

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা বাজার এলাকা থেকে বেল্লাল শেখ নামে এক ইউনিয়ন বিএনপি নেতাকে গ্রেফতার করে আনার সময় পুলিশের কাছ থেকে তাকে ছিনতাই করে নিয়ে যায়।

জানা গেছে, চেকের মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি সাবেক ইউনিয়ন বিএনপি নেতা বেল্লাল শেখকে পুলিশ হ্যান্ডকাপ পরিয়ে আনতে গেলে এলাকার চিহ্নিত একটি সন্ত্রাসী চক্র পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশের হাত থেকে আসামি বিল্লাল কে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয়রা জানায়, ২৩ নভেম্বর (শনিবার) রাত সাড়ে ৭টার দিকে পুলিশ বেল্লাল শেখকে আটক করে। খবর পেয়ে গোবরা গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে নিউটন গাজীর নেতৃত্বে, মোঃ বাবু মোল্যার ছেলে মিসর মোল্যা, মোঃ আবুল শেখের ছেলে লিটন শেখ, মোঃ মনিরুল ইসলাম ছেলে আাশারুল ইসলাম, হামিদ মোল্যার ছেলে বাবু মোল্যা, মৃত আকবর হোসেনের ছেলে রানামুল ইসলাম, মোঃ আজিজুর রহমান তোকামের ছেলে রিয়াজ উদ্দীন, তবিবর রহমানের ছেলে ডালিম বিশ্বাস,

মোঃ নুর মিয়ার ছেলে পারভেজ মোল্যা, মৃত রতন আলী বিশ্বাসের ছেলে ওলিয়ার রহমান, মৃত সৈয়দ জাফর আলীর ছেলে ওয়াজেদ আলী তিতু, মোঃ ফসিয়ার রহমান শেখের ছেলে শাকিল শেখ, ইউনুস সরদারের ছেলে ইয়াছিন সরদার, মোঃ কুবাদ মোল্যার ছেলে রাজীব মোল্যা সহ ১৫/২০ জন একত্রিত হয়ে পুলিশের সাথে বাকবিতন্ডে জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে পুলিশের উপর হামলা চালিয়ে আসমি ছিনিয়ে নিয়ে যায় এই সন্ত্রাসী বাহিনী। অভিযুক্ত বেল্লালের বিরুদ্ধে চেক ডিজনার সহ একাধিক মামলা রয়েছে। অপরদিকে নিউটন গাজি এলাকার এক চিহ্নিত সন্ত্রাসী , তার ভয়ে এলাকার অনেকে ঘর ছাড়া হয়ে গেছে৷ জামিনে বেরিয়ে এসে নিজের প্রভাব বিস্তার করতে একের পর এক অবৈধ কাজ করে চলেছে৷ স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত আটক করার দাবি জানিয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর ঘটনাস্থলে রয়েছে। অতিদ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।

error: Content is protected !!