নড়াইলে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো বাংলা নববর্ষ ১২৩১

লেখক: Rakib hossain
প্রকাশ: 7 months ago

নড়াইলাম  প্রতিনিধি:
মুছে যাক গ্লানি ,ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা, এই শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে বিভিন্ন আয়োজনে মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ কে বরণ করলো নড়াইল বাসী।

পুরাতন বর্ষকে বিদায় দিয়ে নতুন বর্ষকে বরণ করতে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে ও জেলা শিল্পকলা একাডেমিতে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৪ এপ্রিল (রবিবার) সকাল ৮ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সুচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান,সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ -পরিচালক জুলিয়া শুকায়না,পৌর মেয়র আঞ্জুমান আরা,জেলা আনসার কমান্ডার বিকাশ কুমার দাস,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল,নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুন্ডুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরে ঐ স্থান থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে ঢাক,ডোল ,কাসর বাজিয়ে বিভিন্ন প্লাকার্ডে সজ্জ্বিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি চত্বরে  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও হাড়িভাঙ্গা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম রাবেয়া ইউসুফ,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, ও বীরমুক্তিযোদ্ধা  সাইফুর রহমান হিলূসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,সাংবাদিক, সাংস্কৃতিক কর্মিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও দিনের অন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা।

error: Content is protected !!