নড়াইলে নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীর এর কর্মস্থলে যোগদান

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইলে নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীর আজ কর্মস্থলে যোগদান করেছেন।

৯ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এই নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবির নড়াইল জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসে তার দায়িত্বভার গ্রহন করেন।

পুলিশের তথ্য সূত্রে জানা যায়, সদ্য যোগদানকৃত পুলিশ সুপার কাজী এহসানুল কবীর পাবনা জেলার সদর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চাকুরী জীবনে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ জেলা ৬ এপিবিএন, বরিশালে সততার সাথে দায়িত্ব পালন করেছেন।

এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সার্কেল, নোয়াখালী জেলার বেগমগঞ্জ সার্কেল, ডিএমপি ঢাকায় পিওএম উত্তর বিভাগে সফলতার সহিত দায়িত্ব পালনও করেছেন।

এছাড়াও তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে BANFPU-2, দারফুর, সুদান মিশন সম্পন্ন করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী পুলিশ হেডকোয়ার্টার্সে ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট উইং এ দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ পুলিশ সুপার হিসেবে পিবিআই, বগুড়া জেলায় কর্মরত ছিলেন। বর্তমান আজ ৯ সেপ্টেম্বর সোমবার থেকে নড়াইল জেলা পুলিশ সুপার হিসাবে দায়িত্বভার গ্রহন করলেন।

error: Content is protected !!