সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইলে নবাগত জেলা প্রশাসক মোঃ আশফাকুল হক চৌধুরীর সাংবাদিক দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফকরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য প্রদান করেন, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান শামিমুল ইসলাম (টুলু), দৈনিক ওশান পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ্যাডভোকেট আলমগীর কবির, সিনিয়র সাংবাদিক আব্দুল হাই ডিগ্রি কলেজের শিক্ষক মলয় কুমার নন্দি, নড়াইল কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী হাফিজুর রহমান, দৈনিক বিডি খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক লিটন দত্ত, দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদ তুহিন,
প্রবীণ সাংবাদিক এইচ এম সিরাজুল ইসলাম, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট ভক্ত সরকার, চ্যানেল টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, আর টিভির জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, ৭১ টিভির জেলা প্রতিনিধি এ্যাডভোকেট আজীজুল ইসলাম মন্ডল, বিজয় টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ জিয়াউর রহমান জামী, ডিবিসির জেলা প্রতিনিধি নন্দিতা বোস, সাংবাদিক সুলতান মাহামুদ, মুন্সি আসাদুজ্জামান, মোহাম্মদ ইমরান হোসেন, দেশ টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ বাবলুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভার প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জেলার উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতা বজায় রাখতে সকল ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার একান্ত সহযোগিতা কামনা করেন।