সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর পৌরসভার ভওয়াখালী গ্রামে আকাশ বিশ্বাস (১৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গিয়াছে।
২২ আগস্ট সন্ধ্যার আগে শহরের ভাদুলী ভাঙ্গার বউ বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহত আকাশ বিশ্বাস পৌরসভার ভওয়াখালি এলাকার ফসিয়ার বিশ্বাসের ছেলে।
জানাগেছে,বিকাল সাড়ে ৫ টায় অর্থাৎ সন্ধ্যার আগে শহরের বউ বাজার এলাকায় একটি নার্সারিতে অবস্থান করছিলেন আকাশ নামের ওই যুবক। এসময় হঠাৎ করে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্তরা এসে তাকে কুপিয়ে ও পিটিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। তবে কি কারণে তাকে মারা হয়েছে এখনো জানা যায়নি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।