নড়াইলে দু পক্ষের সংঘর্ষে বিএনপি অফিস ভাংচুর দুইজন  আহত

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 months ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:

নড়াইলে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে পূর্বে থেকে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুই জন আহত।

১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে বি এন পি সর্মথিত আকুবর শেখ বুড়িখালী বাজারে বি এন পি অফিসে দলীয় কর্মীদের নিয়ে মিটিং করে। মিটিং শেষে সন্ধ্যার পর বিএন পির অফিস থেকে বের হলে স্থানীয় প্রতিপক্ষ জালাল খান ওরফে ধলা মেম্বরের সহযোগিরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হেকমত শেখকে টেটা বিদ্ধ ও মোহাম্মাদ আমিনুর গাজীকে গুলি বিদ্ধ করে।

পরে স্বজনরা গিয়ে তাদেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাদের উচ্চতর চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হেকমত শেখ বুড়িখালী গ্রামের মনজু শেখের ও আমিনুর গাজী একই গ্রামের কওসার গাজীর ছেলে। এ ঘটনার জেরে বুড়িখালী বি এন পির অফিস সহ ৪/৫টি দোকান ভাংচুর করেছে প্রতিপক্ষরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আর্মি পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভুক্তভোগী ও তার স্বজনরা জানায়, পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী বাজারে স্থানীয় আধিপাত্য কেন্দ্র করে বি এন পি সর্মথিত আকুবর শেখ ও আওয়ামী লীগ সমর্থিত জালাল খান ওরফে ধলা মেম্বরের মধ্যে দীর্ঘ দিন দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দিন বলেন, বর্তমান এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। এ ঘটনায় এলাকায়অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।

error: Content is protected !!