নড়াইলে দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

লেখক: সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি
প্রকাশ: 12 hours ago

নড়াইল প্রতিনিধি:

জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে হেড অফ প্রোগ্রাম (ইনচার্জ) উত্তম কুমার দাস এর সভাপতিত্বে দলিত সংস্থার বাস্তবায়নে ইসলামিক রিলিফ সুইডেনের আর্থিক সহযোগিতায় রাইটস অব দলিত’স প্রকল্পের আওতায় ও নড়াইল জেলা যুব ফোরামের সহযোগিতায় শহরের শেখ রিজেন্সি গেস্ট হাউজের হল রুমে দলিত জনগোষ্ঠীর ১শ’৪০ জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক প্রফেসর ডঃ কালিদাস বিশ্বাস,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত্র মোঃ জামিল কবীর।

উপজেলা বিআরডিবি কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, জেলা দলিত হরিজন বেদে উন্নয়ন সংস্থার সভাপতি সুমন কুমার দাস,দলিত যুব ফোরামের সভাপতি শুভংকর কান্তি বিশ্বাস, রাইটস অব দলিত’স প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পান্নালাল জমাদার,প্রকল্পের মোবিলাইজার বাসুদেব দাস ও বিলাসী বৈরাগী,প্রকল্পের সাপোর্ট ষ্টাফ তুফান দাসসহ আরো অনেকে।

জেলায় মোট ১শ’৪০ জন দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ব্যাগ,খাতা,কলম,স্কেল ও জ্যামিতি বক্স প্রদান করা হয়।

এবং শিক্ষায় মনোযোগী হওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

error: Content is protected !!