নড়াইলে ড্রামা সার্কেলের ৪ দিনব্যাপি স্মারক নাট্য উৎসবের আয়োজন

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:

নড়াইলে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ৪ দিন ব্যাপি শহিদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্মারক নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় নড়াইল জেলা শিল্পকলা একাডমী মিলনায়তনে ড্রামা সার্কেলেের সভাপতি শেখজাদী নাঈমা জবারী বনানীর সভাপতিত্বে এ নাট্য উৎসবের উদ্বোধন করেন জেলা সম্মিলিত সংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ড।

বক্তব্য প্রদান করন নড়াইল প্রতিধনি শিল্পী গাষ্ঠীর সভাপতি মাহবুব-ই-রসুল অরুন, এস.এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডশনের সভাপতি শেখ হানিফ, নড়াইল শিশু কানন নাট্যদলের পরিচালক মুন্সী আসাদুর রহমান, ড্রামা সার্কেলের সাধারাণ সম্পাদক দেবা দাস সহ আরও অনেকে।

এসময় নড়াইল ড্রামা সার্কেলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ নাট্য উৎসব বাংলাদেশ এবং ভারতের ৮টি নাট্য সংগঠন নাটক পরিবেশন করে। নাট্য সংগঠনগুলি হলো ড্রামা সার্কেল নড়াইল, প্রতিধনি শিল্পী গোষ্ঠী, শিশু কানন নাট্যদল নড়াইল, চিত্রা থিয়েটার, যুগান্তর নাট্য সংসদ নড়াইল,আহিরি নাট্য সংস্থা কলকাতা, বিয়মমনি থিয়েটার খুলনা, এবং গোপালগঞ্জ থিয়েটার।

error: Content is protected !!