প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৪:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ৭:২৮ অপরাহ্ণ
নড়াইলে জেলা প্রশাসনের আয়োজনে ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলার তিনটি উপজেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর দের নিয়ে ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩ রা নভেম্বর (রবিবার) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নড়াইলের উপপরিচালক (স্থানীয় সরকার) জুলিয়া সুকায়নার সভাপতিত্ব ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর প্রধান অতিত্বে প্রথম দিনে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
এ সময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রতিটি 'ইউনিয়ন পরিষদের গঠন, জনবল, কার্যাবলি ও সাধারণ কার্যপদ্ধতি সংবিধানের দৃষ্টিতে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারের পার্থক্য' এবং 'মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইউনিয়ন পরিষদের ভূমিকা'-র মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষণীয় রয়েছে। আগামী ৪ঠা নভেম্বর সোমবার কর্মশালাটির দ্বিতীয় ও সমাপনী অনুষ্ঠিত হবে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com