নড়াইল প্রতিনিধি: নড়াইলে সফর করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার।
২৫ ডিসেম্বর (বুধবার) দুপুরে জেলা সার্কিট হাউজে অবস্থান করলে স্বাগত জানান নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
সেখানে তিনি চলমান শীত মৌসুমের বাস্তবতায় সার্কিট হাউজ প্রাঙ্গণে নড়াইলের স্থানীয় বসবাসরত অসহায়, হতদরিদ্র ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীত বস্তু বিতরণ শেষে সার্কিট হাউজের কনফারেন্স রুমে নড়াইল জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের সাথে একটি মতবিনিময় করেন।
সভায় নড়াইলের জেলা ও বিভিন্ন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের সার্বিক কর্মসম্পাদনের ক্ষেত্রে প্রাসঙ্গিক নানাবিধ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার।
এসময়ে প্রশাসনের প্রত্যেক কর্মকর্তার প্রতি নিজ নিজ দায়িত্ব পালনের বেলায় সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্ব প্রদর্শনের পাশাপাশি জনগণকে প্রদেয় সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করার জন্যও তাগিদ দেন তিনি।#
নড়াইল প্রতিনিধি,
২৫-১২-২০২৪ বুধবার