সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর অধীনে পরিচালিত স্বল্পমেয়াদী 'ওয়েল্ডিং প্রসেস এর ওপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে নড়াইল জেলা প্রশাসক এর কার্যালয় এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর প্রধান অতীত্বে (৫) দিনব্যাপী এ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়।
এ-সময় বিসিক, ঢাকা-এর দক্ষতা ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এবং বিসিক জেলা কার্যালয়, নড়াইল ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উক্ত কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্ট অংশীজনবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চাকুরির ব্যাপারে অত্যুৎসাহী না থেকে উৎপাদনশীল অন্যান্য খাতে আত্মকর্মসংস্থান নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশের বেকারত্ব সমস্যা দূরীকরণের পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় পর্যায়ে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।
এছাড়া কারিগরি প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী হওয়ায় উক্ত ওয়েল্ডিং কোর্সসহ বিসিক এবং টিটিসি-র আওতাধীন অন্যান্য কোর্স সম্পন্নকারীদের প্রতিও সাধুবাদ জানান জেলা প্রশাসক। সেই সাথে নড়াইলের তরুণ প্রজন্মকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতেও উৎসাহিত করেন তিনি।
সভায় আগত অন্যান্যরা পৃথিবীর উল্লেখযোগ্য শিল্পোন্নত দেশসমূহে উৎপাদনশীল ও আয়বর্ধক কারিগরি প্রশিক্ষণের জনপ্রিয়তার প্রসঙ্গ উল্লেখ করেন। পাশাপাশি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুটি খাত হিসেবে রপ্তানি আয় ও রেমিট্যান্স অর্জনকে চিহ্নিত করে বক্তারা অদূর ভবিষ্যতে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় দেশীয় উদ্যোক্তাদের প্রচেষ্টায় রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনয়ন এবং কারিগরিভাবে দক্ষ ও অভিজ্ঞ শ্রমিক বিদেশে প্রেরণের ওপর জোর দেন। এ লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ গ্রহণের অনস্বীকার্য ভূমিকার কথাও তাঁরা দৃঢ় কণ্ঠে ব্যক্ত করেন।
পাশাপাশি এসময়ে অতিথিরা ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জনসংখ্যা লভ্যাংশের সুবর্ণ সুযোগের পরিপূর্ণ সদ্ব্যবহার করে দেশের নবীন প্রজন্মকে কারিগরি জ্ঞানার্জনে আরও বেশি উদ্বুদ্ধ হয়ে দক্ষতানির্ভর পেশায় নিয়োজিত হওয়ার তাগিদ দেন।
অনুষ্ঠান শেষে পাঁচদিন ব্যাপি ওয়েল্ডিং প্রসেসের ওপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স' সফলভাবে সম্পন্নকারী ত্রিশ (৩০) জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র প্রদান করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।