সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইলে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুলাই) বেলা ১২ টায় বেসরকারি সংস্থা এসো সমাজ গড়ি’র আয়োজনে নড়াইল চেম্বার অফ কমার্স ভবনে সংস্থার সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসো সমাজ গড়ি সংস্থার সভাপতি মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড তদন্ত) তারেক আল মেহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল ২ আসনের আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার ব্যক্তিগত কর্মকর্তা জাহিদুল ইসলাম।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের প্রভেশনাল অফিসার বাপ্পি কুমার সাহা, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিল্পী বিমানেষ বিশ্বাস, এসো সমাজ গড়ি সংস্থার নির্বাহী পরিচালক এ বি এম খালেদুর রহমান, চিত্রা থিয়েটার নড়াইলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান লিজাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধে বিভিন্ন বিষয়ে উপর আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।