সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:
নড়াইলে একুশে পদকপ্রাপ্ত লোককবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারি (শনিবার) দুপুরে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান এফ এম রফিকুল ইসলাম।
এ-সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস,এ মতিন, মোহাম্মদ আসাদুজ্জামান, সাংবাদিক সুলতান মাহমুদ, কল্যাণ মূখার্জী,কবি সৈয়দ হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ মঞ্জুর আহম্মেদ প্রমূখ।
সভায় আগামী ২০ ফেব্রয়ারি লোককবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কবির জন্মভিটা সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদী গ্রামে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদী গ্রামে জন্মগ্রহণ করেন।১৯৮৫ সালের ৪ ডিসেম্বর মারা যান।গীতিকার ও সুরকার কবিয়াল বিজয় সরকার চারণ কবি হিসেবে সমাধিক পরিচিতি লাভ করেন।জীবদ্দশায় প্রায় ১৮শ’ গান রচনা করেন। গানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ ২০১৩ সালে তিনি মরনোত্তর একুশে পদক লাভ করেন।