নড়াইলে উপজেলা পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:

নড়াইলে উপজেলা পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

৩১ জুলাই (সোমবার) সকালে নড়াইল সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা চত্তরে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মাদ হেলাল মাহমুদ শরীফ এর উপস্থিতিতে ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, স্কুল ড্রেস, বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধভিত্তিক বই, সাইন্টিফিক যন্ত্রপাতি বিতরণ করা হয়।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণসহ  বাইসাইকেল বিতরণ করা হয়েছে ।

এর আগে আলোচনা সভা অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মাদ হেলাল মাহমুদ শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা সাখার সাধারণ সম্পাদক ও সদর   উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ সেলিম আহমেদ প্রমূখ। অনুষ্ঠান শেষে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মাদ হেলাল মাহমুদ শরীফ ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী উপজেলা পরিষদে নবনির্মিত শিশু পার্ক উদ্বোধন করেন। এসময় এলজিইডি উপজেলা প্রকৌশলী মোঃ জহীর মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ  উপস্থিত ছিলেন।

error: Content is protected !!