প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ণ
নড়াইলে উপজেলা নির্বাচন নিয়ে মোস্ত মেম্বারের উস্কানিমূলক বক্তব্য জনমনে আতংক
গত ১৬ মে ইউনিয়নে একটি বাজারে প্রকাশ্য দিবালোকে ওই মোস্তফা মেম্বার নির্বাচনী আচারবিধি কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এবং বর্তমান সরকারের নিরেপক্ষ নির্বাচন কে ও নির্বাচন কমিশন কে প্রশ্নবিদ্ধ করে বলেন, কিছু দালাল, কিছু টাকার বিনিময়ে তারা ইউনিয়নের বাইরে গিয়ে আনারস প্রতীকের ভোট করছেন। আমরা তাদের শক্ত ভাবে জবাব দেব। ২১ তারিখে ভোট কেন্দ্রে কিভাবে এসে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান ভূইয়ার বিপক্ষে তারা ভোট দেয় আমরা দেখব। এমনকি তারা আনারসের বিপক্ষে নির্বাচনী এজেন্ট দেব আমরা তাদের প্রতিহত করবো।
তিনি আরও বলেন, আমার কেন্দ্র সীবানন্দপুর আমি আমার কেন্দ্রে দেখতে চাই এমন বীরপুরুষ যদি থাকে আমি ওই কেন্দ্রে তার চেহারা দেখতে চাই। ওই কেন্দ্র সে কিভাবে এজেন্ট হবে। আপনারা যে কেন্দ্রে আছেন তাদের উদেশ্যে বলব, চিহ্নিত করে রাখেন আজিজ ভূইয়ার বিপক্ষে কি ভাবে ভোট কেন্দ্রে এজেন্ট হয়, আমি দেখতে চাই।
এভাবেই পথ সভায় প্রকাশ্য দিবালোকে বক্তব্য দিচ্ছেন চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সাবেক ইউনিয়ন যুবদলের এই নেতা মোস্তফা। এর আগেও এই মোস্তফা মেম্বার বিরুদ্ধে ঘোড়া প্রতিকের পোষ্টাল ছিড়ে ফেলা ও মারপিটের ঘটনার অভিযোগ রয়েছে। সম্প্রতি তার এহেন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।
এ বিসয়ে সাধারণ ভোটাররা সাংবাদিক দের জানানা, এরকম একজন সন্ত্রাসী ধরনের লোক কি ভাবে সাধারন ভোটারদের হুমকি ধমকি দিয়ে সরকারের নিরেপক্ষ নির্বাচন ও প্রশাসন কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে রাস্তায় জন সম্মুক্ষে উস্কানীমূলক বক্তব্য প্রদান করে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাই এর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যাবস্থ গ্রহন করে জেল হাজতে প্রেরণ করা উচিৎ।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com