সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইলে আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্য পুস্তক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১ লা জানুয়ারি (সোমবার) সকালে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর প্রধান অতির্থে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ বই বিতরণ ও বই উৎসবের উদ্বোধন উদ্বোধন করা হয়।
এ-সময় নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ সরকারি কর্মকর্তা,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
এছাড়া একই সাথে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়,নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়,নড়াইল দক্ষিন-পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবশংকর মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট বিদ্যালয়,কালেক্টরেট বিদ্যালয়,পুলিশ লাইনস বিদ্যালয়, সহ জেলার ৩টি উপজেলার সরকারি-বেসরকারি মাধ্যামিক বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয়,কারিগরি বিদ্যালয় ও মাদ্রাসায় এ বই উৎসব অনুষ্ঠিত হয়।
এবারে জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট বই এর চাহিদা ছিল ১১ লক্ষ ২৯ হাজার ৪ শত ৮৬ টি, এবং প্রাথমিক পর্যায়ে চাহিয়া ছিল ৩ লক্ষ ৬৬ হাজার ৪ শত ১৭ টি ।