নড়াইলে আধুনিক কসাইখানা বি-নির্মাণে সুধী জনের সাথে মতবিনিময়

লেখক: Champa Biswas
প্রকাশ: 4 weeks ago

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ মাংস নিশ্চিতকরণে শহরের চৌরাস্তা এলাকায় প্রস্তাবিত আধুনিক স্লটারহাউস বা কসাইখানা বি-নির্মানে প্রেজেন্টেশন পরিবেশন করতে সুধীজন দের সাথে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বার (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষে নিরাপদ মাংস নিশ্চিতকরণে শহরের চৌরাস্তা এলাকায় পৌরসভার তত্বাবধানে প্রস্তাবিত আধুনিক স্লটারহাউস বা কসাইখানা প্রেজেন্টেশন পরিবেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব পুলকেশ মণ্ডল, নড়াইল জেলা (স্থানীয় সরকারের) উপপরিচালক জুলিয়া সুকায়না, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মাদ সিদ্দীকুর রহমান, ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)লিংকন বিশ্বাস,

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মাদ আহসান মাহমুদ রাসেল সহ নড়াইলের বিভিন্ন পেশাজীবী স্থানীয় বাসিন্দা, এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা সভায় অংশগ্রহণ করেন।

এর আগে সভার শুরুতে প্রস্তাবিত স্লটারহাউসটির কারিগরি বিভিন্ন দিক উল্লেখ করে একটি তথ্যবহুল উপস্থানা পরিবেশন করা হয়।

পরে উপস্থিতিদের আধুনিক কসাইখানা নির্মাণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক মতবিনিময় ও সুচিন্তিত প্রস্তাব ও পরামর্শ তুলে ধরা হয়।

error: Content is protected !!