নড়াইলের লোহাগড়ায় ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

লেখক:
প্রকাশ: 1 year ago

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া হতে ২২৮০ পিস ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব, ৯ আগস্ট রাতে র‌্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজারের পাশে একটি বাড়ীতে দুইজন মাদক কারবারী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি রাতে লোহাগড়া থানাধীন লোহাগড়া বাজারের পাশের ঐ বাড়ীতে অভিযান পরিচালনা করিলে আসামীরা বুঝতে পেরে সু-কৌশলে পালানোর চেষ্টা করে। আভিযানিক দলটি অত্যন্ত সতর্কতার সাথে নড়াইল জেলার লোহাগাড়া থানার পাংখারচর গ্রামের রুবেল সরদার ও শাহীন সরদারকে আটক করে। এ সময় আসামীর নিকট হতে ২২৮০ পিস ইয়াবা, ০২ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে নড়াইল জেলার লোহাগড়া থানায় হস্তান্তর সহ আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।

error: Content is protected !!