নড়াইলের বিশিষ্ট শিক্ষাবিদ অধ‍্যাপক মোঃ লুৎফুল বারী (লালমিয়া) আর নেই

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:

নড়াইলের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ‍্যাপক মোঃ লুৎফুল বারী (লালমিয়া) আর নেই।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) আজ সকাল ৮.৪০মিনিটের দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছোট ছেলে মোঃ এহসানুল বারী রুপম।

১৮ ফেব্রুয়ারি মরহুমের ছেলে মোহাম্মদ এনামুল বারী রুপম সাংবাদিক দের মৃত্যুর বিসয়টা নিশ্চিত করে বলেন, গত ২০ শে জানুয়ারি তিনি ব্রেন ষ্টোক করলে ঠাকা ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। এরপর অপারেশন করে গত ৩০ শে জানুয়ারি কিছুটা সুস্থ বোধ করলে বাসায় ফিরে যান। পরে ৩১ শে জানুয়ারি তিনি ঠাণ্ডা জনিত কারনে পূণরায় আবারও অসুস্হ বোধ করলে হাসপাতালে ভর্তি হন। ১৬ই ফ্রেব্রয়ারী তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে আইসিইউতে স্হানন্তরিত করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। ১৮ ফেব্রুয়ারি রবিবার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সকালে তাকে মৃত ঘোষণা করেন।

মোঃ লুৎফুল বারী (লালমিয়া) ১৯৪৩ সালে নড়াইলের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের দূর্গাপূর গ্রামে। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ বহু স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবরে এলাকায় মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মোঃ লুৎফুল বারী ১৯৬৯ সালে পিএসসির মাধ্যমে বগুড়ার সরকারি আযিযুল হক কলেজে যোগদান করেন। এরপর তিনি যশোর সরকারি এমএম বিশ্ববিদ্যালয় কলেজ, যশোর সরকারি মহিলা কলেজে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মড়ারেটর হিসাবে কাজ করেছেন।

মোঃ লুৎফুল বারী প্রাথমিক নড়াইলের তুলারামপুর স্কুল ও মাধ্যমিক যশোরের বসুন্দিয়া স্কুল থেকে পাশকরে যশোর এমএম কলেজে ভর্তি হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিভাগে মাস্টার্স করেন।

তিনি ব্যক্তি জীবনে নানাভাবে অসহায়দের সহযোগিতা প্রদানসহ বিভিন্ন মানবিক ও ধর্মীয় কাজে অংশগ্রহন করেছেন।

error: Content is protected !!