অনলাইন ডেস্কঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলা রাজস্ব তহবিল হতে স্থানান্তরিত অর্থ উপজেলা উন্নয়ন তহবিল এর প্রকল্পের কাজ না করে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। গত জুনে ওই প্রকল্পগুলোর কাজ সমাপ্ত দেখিয়ে পুরো টাকা উত্তোলন করলেও কাজ শেষ হয়নি আজও। স্থানীয়দের অভিযোগ এলজিইডির উপজেলা প্রকৌশলীর যোগসাজশে এ অর্থ আত্মসাত করা হয়েছে।
প্রকল্পটি হচ্ছে উপজেলার ভীমপুর ইউনিয়নের দাশড়া জামালের বাড়ির পূর্বদিক কাঁচা রাস্তা হতে মছির উদ্দীনের বাড়ির পাশ দিয়ে আমিরের বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবি করণ (বরাদ্দ ছিল ৩ লাখ টাকা)। প্রকল্পগুলোর কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান সুধারাণী এন্টারপ্রাইজ। এই রাস্তার কাজ সম্পূর্ণ না করেই গত জুনে ওই প্রকল্পের পুরো টাকাই উত্তোলন করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন জানান, আমার বাড়ি সামনে যে রাস্তাটি হওয়ার কথা ছিল তা আজও হয়নি। ৩০০ ফিট রাস্তার মাঝখানে মাত্র ৩০ ফিট ইট বিছিয়েছে গত চার মাস আগে। এরপর বিষয়টি নিয়ে বারবার এলজিইডির মহাদেবপুর উপজেলা নির্বাহী প্রকৌশলীকে জানালেও কোন লাভ হয়নি।
এ বিষয়ে ভীমপুর ইউনিয়ন চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র জানান, কাজ শেষ না হওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাজের কোন প্রকার অগ্রগতি চোখে পড়েনি।
এ বিষয়ে উপজেলায় খোঁজ খবর নিতে গেলে মুঠোফোনে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদারের ছোট ছেলে রাকিব পরিচয় দিয়ে বলেন, কাজটি আমি করেছি। বিভিন্ন সমস্যার কারনে এখনো কাজ শেষ করতে পারিনি। দ্রুত কাজটি সম্পূর্ণ করা হবে বলে জানান তিনি।
এলজিইডির মহাদেবপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সৌকত দাস এর কছে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান। কোন বিষয়ের উত্তর না দিয়ে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে পাস কাটেন।
এম,এম,হোসেন/নিউজবিডিজার্নালিস্ট২৪