ধেয়ে আসছে শক্তিশালী”খানুন”

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

অনলাইন ডেস্ক:

বঙ্গোপসাগরে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে। আগামী ১২ ঘণ্টায় তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে। বাংলাদেশের কুয়াকাটা এলাকায় এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার শঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলোতেও এর প্রভাব পড়বে।যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার এ তথ্য জানিয়েছে।

সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘খানুন’। এটি বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম এবং পশ্চিম প্রান্তের দিকে এগোচ্ছে। এটি বাংলাদেশের কুয়াকাটা এলাকায় আছড়ে পড়তে পারে। ৪০ কিলোমিটার এলাকাজুড়ে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলেও জানানো হয়েছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের পক্ষ থেকে।

ইন্দো প্যাসিফিক ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার আগেই জানিয়েছিল, আবহওয়ার বিরূপ প্রভাব অব্যাহত থাকার পরিস্থিতিতেই এই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ছাড়াও এর প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গে। মঙ্গলবার সকালে নিম্নচাপ আরও গভীর হয়। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দিকে এগোচ্ছে।

মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে প্রায় ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। ভারতের উড়িষ্যা উপকূলেও ব্যাপক ঝড়বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

সি.বিশ্বাস/নিউজবিডিজার্নালিস্ট ২৪

error: Content is protected !!