ধুধু মরুভূমি

লেখক: মুহাঃ মোশাররফ হোসেন
প্রকাশ: 3 days ago

ধুধু মরুভূমি
মুহাঃ মোশাররফ হোসেন

এ জীবন ধুধু মরুভুমি
যেদিকে তাকাই দেখি শুধু হাহাকার,
হতাসা জীবন আর করতে পারছিনা পার
চোখে দেখছি শুধুই অন্ধকার।

নিয়তির খেলা বুঝা বড় কঠিন
চেয়েছিলাম করতে জয় হচ্ছে ক্ষয়,
কর্মদোষে দীপশিখার আলো যায় নিভে
মনে প্রাণে থাকে শুধুই যে ভয়।

উদাসীন মনে সারাক্ষণ ভাবে
কে যেনো ডাকে ফিসফিস কানে,
হঠাৎ তড়িৎ বেগে ভেসে আসছে
মন থেকে সর্বক্ষণ সেই পানে।

সর্বক্ষণ কর্মে ব্যাস্ততার মাঝে
মনে থাকে এক অকুতোভয়,
মনের এই দুর্বলতা সর্বদাই হয়
সেই কারণে পারেনা কিছু করতে জয়।

চারিদিকে লাগে ধুধু মরুভূমি
হৃদয়ে বাজছে শুধু হাহাকার,
হতাসার মাঝে পারছিনা থাকতে
সবই হয়ে যাচ্ছে অন্ধকার।

error: Content is protected !!