মোঃ মমিনুর রহমান স্টাফ রিপোর্টার নওগাঁ
শুক্রবার বিকেলে ফার্শিপাড়ায় ছাগলকে বাঁচাতে গিয়ে ব্যাটারি চালিত ভ্যান থেকে ছিটকে পড়ে গিয়ে একজন মহিলা নিহত হয়েছেন। ভ্যান চালক ছাগল কে বাঁচাতে গিয়ে নিজে গাড়ি কন্ট্রোল হারিয়ে দূঘটনাটি ঘটে গেছে। ফাঁসিপাড়া রোডে যাওয়ার রাস্তাটি অনেক ভাঙা ছিলো। সেই রাস্তায় দিয়ে অনেক ধরনের যানবাহন চলাচল করে। এক্সসিডেন্ট হওয়ার সাথে সাথেই নিহত মহিলা টিকে নিয়ে ধামইর হাট উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার এসে মহিলা টিকে মৃত বলে ঘোষণা করে।
নিহত মহিলা ফতেপুর বাজারের কনফেকশনারি ব্যবসায়ী আব্দুল কাদেরের স্ত্রী শেফালী বেগম বলে জানা গেছে।