রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি: ১৪/১০/২৩ইং, রোজ শনিবার, দিনাজপুর জেলার, বীরগঞ্জ উপজেলা,১নং শিবরামপুর ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ১নং শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক তার বক্তব্যে বলেন যে,কেবলমাত্র মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ক্ষমতায় রয়েছে বলেই, সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারছে। তবে এক শ্রেণীর মানুষ রয়েছে, যারা এই হাজার বছরের সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে, এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমি আমার জন্ম লগ্ন থেকেই দেখেছি, আমার ১ নং শিবরামপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, কারণ ১নং শিবরামপুর ইউনিয়নের মানুষ অত্যন্ত শান্তি প্রিয় মানুষ,তবে এরপরেও সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ১নং শিবরামপুর ইউনিয়নের আইশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত, ইউনিয়ন বিট অফিসার, এস আই তানভীর আহমেদ, এএসআই , দীনেশ রায়, ১নংশিবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, তপন কুমার রায়, বীরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক ও ১নং শিবরামপুর ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক, রতন শর্মা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক,, সোহাগ বেপারী, ১নং শিবরামপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, নলোনি মোহন,সহ আরো অনেকেই, এ সময় ১ নং শিবরামপুর ইউনিয়নের, ১৭টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন।