জাবির আহম্মেদ জিহাদ (জামালপুর)প্রতিনিনি:
জামালপুর সদর উপজেলার কালিবাড়ী বাজারের পশ্চিম পাশে দেহ ব্যবসা করা কমলা ও তার পরিবারকে এলাকা থেকে সরিয়ে নিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার(১৬ অক্টোবর) জামালপুর সরিষাবাড়ী সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায় , কমলা ও তার পরিবার দীর্ঘ ৫ বছর ধরে কালিবাড়ী বাজারের পশ্চিম পাশে বসবাস করে আসছে ।কমলার স্বামী আখের আলীর সহায়াতায় এ ব্যবসা করে আসছেন বলে জানান স্থানীয়রা ।
গত ১২ অক্টোবর কমলার ঘর থেকে আপত্তিকর অবস্থায় ৩ জনকে আটক করে এলাকাবাসী ।পরে পুলিশকে খবর দিলে তাদের গ্রেফতার করা হয় ।
এই ঘটনার ৪ দিন পর দেহ ব্যবসাহী পরিবারকে ওই এলাকা থেকে সরিয়ে অন্যত্র নেয়ার জন্য মানববন্ধনের মাধ্যমে প্রসাশনের দৃষ্টি আকর্ষন করে এলাকাবাসী।
মানববন্ধনে কেন্দুয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন ,কমলার ঘর থেকে ৩ জনকে গ্রামবাসী আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশকে দিয়েছে।আমি তাকে এবং তার পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছি।