হারুনুর রশিদ হাবিবুল্লাহ্ঃ
(আজকে প্রকাশ পর্ব তিন) অথই নূরুল আমিন (কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক) তিনি নেত্রকোনা জেলার, বারহাট্টা উপজেলায় ছয়গাঁও গ্রামে ২০ ফেব্রুয়ারি ১৯৬৮ সনে এক ধনাঢ্য খান পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মো. আব্দুল হক খান (হক সাহেব) মাতা নুরজাহান তালুকদার। কবির পূর্ব পুরুষের বাসস্থান, সুনামগঞ্জ জেলায় ধর্মপাশা উপজেলার দুবরাকান্দা গ্রামে, পিতামহ হাজী ডুমন খাঁ। কবির মাতুলালয় নেত্রকোনা জেলায়, মোহনগঞ্জ উপজেলার মান্দারবাড়ী গ্রামে। কবির নানাজানের নাম আসন তালুকদার। কবির শশুরালয়, বরিশাল জেলার হিজলা উপজেলায় দক্ষিণ শ্রীপুর গ্রামে। কবির শশুরের নাম মুসলিম বেপারী। লেখালেখির জীবনে তিনি একজন রাজনীতি বিশ্লষক এবং দেশের প্রভাবশালী কলামিস্ট হিসেবে পরিচিত। সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল জীবন বার্তা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি । নব্বই দশকের মানবতার কবি এবং মানবাধিকার কর্মী। দেশজুড়ে পাঠাগারে বই উপহার দেয়ায় শিক্ষা বন্ধু এবং পাঠাগার বন্ধু উপাধিতে ভূষিত হয়েছেন তিনি।
এই প্রতিবেদকের কাছে কবি বলেন, দেশের যেকোন পাঠাগার সামাজিক বা সাহিত্য সংগঠনে তিনি সৌজন্য বই দিয়ে যাবেন। অথই নূরুল আমিন বলেন, সৌজন্য বই দেয়ার মতো অসংখ্য বই মজুদ রয়েছে। কবির লেখা উল্লেখযোগ্য বই সমূহঃ১। কৃষকেরা বাংলাদেশের প্রাণ (কাব্যগ্রন্থ) ২। সোনালি স্বপ্ন ( কাব্যগ্রন্থ ) ৩। মন আর মানুষ ( কাব্যগ্রন্থ )৪। বসন্তের শব্দ ( কাব্যগ্রন্থ ) ৫। বিশ্ব মানবতা ( কাব্যগ্রন্থ ) ৬। মুক্তি চাই (কাব্যগ্রন্থ ) ৭। ঘর সংসার ( উপন্যাস ) ৮। একগুচ্ছ পথিক ( কাব্যগ্রন্থ ) ৯। অথই গীতি ( একটি পঞ্চরসের গানের বই) ১০। ৫২ বছরে ৫৩ গল্প (আত্মজীবনীর অংশ) ১১। অষ্টশ্রম (কাব্যগ্রন্থ) ১২। অপরূপ বাংলাদেশ (কাব্যগ্রন্থ) ১৩। বাণী সুন্দর (উপদেশ মূলক লেখা)
১৪। নম্রতা (কাব্যগ্রন্থ) ১৫। অনূআর ঝুলি (শিক্ষামূলক রূপকথার গল্প) ছড়াগ্রন্থ: ১৬। আলোকিত শিশু চাই।
১৭। স্বাধীনতা( কাব্যগ্রন্থ ) ১৮। ছেলে বেলা (ছোট গল্প)
১৯। বড় বেলা (ছোট গল্প) ২০। ঝুলিহাসের ইতিহাস (আত্মজীবনী ও প্রাসঙ্গীক কথা) প্রবন্ধ নিবন্ধ ফিচার কলাম: ২১। প্রধানমন্ত্রীর মনব সম্পদ উন্নয়ন উপদেষ্টা (আলোচনা গ্রন্থ )২২। একজন মেয়র পদপ্রার্থী( সিটি উন্নয়ন পরামর্শমূলক বই) । ২৩। সমকালীন লেখা সমগ্র (কলাম) ২৪। আমার যুদ্ধ কলমে (মুক্ত গদ্য) ২৫। বাণী সুন্দর( দ্বিতীয় খন্ড) ২৬। অনূআর ঝুলি রূপকথার গল্প (দ্বিতীয় খন্ড)২৭। ৫৩ বছরে চুয়ান্ন গল্প (আত্মজীবনীর অংশ) ২৮। শেষ দলিল (ধর্মীয় অনুশাসন)
২৯। তরিকাদর্শন (আলোচনা গ্রন্থ) ৩০। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ, (যা দেখেছি যা শুনেছি ১৯৭৫-২০২৪) সম্পূর্ণ রাজনীতি বড় আকারের গ্রন্থ।
যৌথ বই : ১. আগামীর বাংলাদেশ, ২. চব্বিশের বাংলাদেশ, ৩. স্মৃতির পাতায় আগষ্ট, ৪. চব্বিশের কবিতা, ৫. বাংলা আমার অহংকার, ৬. একুশ আমার অহংকার, ৭. বেদনার বালুচরে, ৮. আকাশ দেখার ইচ্ছে, ৯. ছুঁয়ে দাও কল্পনায়, ১০. স্বাধীনতার অর্ধশত বছর, ইত্যাদি।