Thursday, February 6, 2025

দেলোয়ার হোসাইন সাঈদীর বিচার আন্তর্জাতিক মানদন্ডে হয়নি বঙ্গবন্ধু হত্যায় জিয়া নয়, আওয়ামীলীগ নেতারই জড়িত ছিলেন-ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল

Date:

Share post:

মোঃ রাজু,রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্ষেপ করে বলেন, দেলোয়ার হোসাইন সাঈদী আমৃত্যু কারাবাসে থাকলেন। তার রাজনৈতিক বিষয়ে কথা না বললেও তাকে নিয়ে বলার অনেক কিছুই রয়েছে। তিনি এ দেশে কোরআনের একজন বিজ্ঞ পন্ডিত ছিলেন। তিনি যে আমৃত্যু কারাবাস করলেন, তার সে বিচার আন্তর্জাতিক মানদন্ডে হয়নি, এবং এ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে অনেক প্রশ্ন রয়েছে।গতকাল বুধবার সকালে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

বঙ্গবন্ধুর হত্যা বিষয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুকে শহীদ জিয়া নয় বরং আওয়ামীলীগ এর নেতারাই হত্যা করেছিলেন। বেঈমানি আপনাদের দলের রক্তেই রয়েছে। আপনারা আর আপনাদের দল দেশের জন্যে কি ভালো করবেন। দেশের মানুষ আজ তা উপলব্ধি করছে।মির্জা আলমগীর বলেন, দেশে আজ সরকারী চাকরীর জন্য কেউ আবেদন করলে তার চুলচেরা বিশ্লেষন করা হয়। সরকারী চুকরী করতে তাদের ডিএনএ টেষ্ট করা হয় যে সে প্রার্থী আওয়ামীলীগ করে না বিএনপি। এাঁও দেখা হয় সে প্রার্থীর পরিবারের লোকেরা কে কি দল করে। সরকারী চাকরী করতে হলে আজ প্রথম শর্তই হচ্ছে আওয়ামীলীগ করতে হবে। তা না হলে কোন চাকরি হবেনা।

বরেন্দ্র নিয়ে তিনি বলেন, আমরা এদেশের উত্তরের মানুষদের কথা মাথায় রেখে বরেন্দ্র প্রকল্প চালু করেছিলাম। উত্তরের জেলা গুলিতে বড় কোন নদী না থাকায় চাষবাসে সেচ সমস্যা দূরীকরনের জন্য এ বরেন্দ্র প্রকল্পের জন্ম। আমরা এটাকে পানি উন্নয়ন বোর্ডের আওতায় রেখেছিলাম। অথচ এরশাদ সরকার এটাকে গ্রামীন ব্যাংক এর নিকট দিয়ে দেয়। পরবর্তীতে আমরা আবারো ক্ষমতায় এসে এটাকে পুনরুদ্ধার করি। এ প্রকল্পে উত্তরের জেলাগুলির কৃষকরা সঠিক সময়ে চাষে সেচ পেয়ে মাথা উচু করে দাড়িয়েছিল। অথচ আবারো এ প্রকল্পের আজ কি অবস্থা।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের সময়ে বিদ্যুৎ এর দাম ছিল প্রায় ৩ টাকা এখন ৭ টাকা, চালের দাম ছিল ১২ বা ১৪ টাকা এখন প্রায় ৭০ টাকা। এমনিভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে সরকার বাড়াচ্ছে তাতে জনগণ আজ চিন্তিত। আজকে ডাক্তার আছে চিকিৎসার ব্যবস্থা নাই, এম্বুলেন্স আছে তেল নাই, ছাত্র-ছাত্রী আছে কিন্তু সঠিক শিক্ষা ব্যবস্থা নাই। সরকার প্রতিটি খাতে লুটপাট করে খাচ্ছে। উন্নয়নের নামে তারা চুরি করছে।

নির্বাচনে জয়লাভ নিশ্চিত করতে ডিসি-এসপিদের রদবদল নিয়ে তিনি বলেন, এগুলিও এ সরকারের নিল নকশার অংশ। তারা কাকে কোথায় বসিয়ে নির্বাচন করলে ভালো হবে সে দিকটাঁ সাজিয়ে নির্বাচনের প্রস্তুতি নেন। তবে আমরা হুশিয়ারী দিয়ে বলতে চাই যে, এক তরফার নির্বাচন আর ফাঁকা মাঠে গোল দিতে দেয়া হবেনা। তাতে আপনারা যতই নিজেদের নানা ছকে সাজিয়ে তুলুন না কেন।আমাদের সাহস নিয়ে দাঁড়াতে হবে বলে তিনি বলেন, বসে থাকার মতো চুপ করে থাকার মতো আর সময় নাই। রূখে দাঁড়ানোর সময় এসেছে, সবকিছু দিয়ে এই ভোট চোর সরকারকে নামাতে হবে। তা না হলে দেশ রসাতলে যেতে আর বেশি দেরি লাগবেনা। জনগন যাকে চায় তাকে রাষ্ট্রীয় কাজে থাকার সুযোগ দেওয়া হোক। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ সভাপতি বীর ম্ুিক্তযোদ্ধা নুর করিম, আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুবু হোসেন তুহিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালিয়াকৈরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আরিফা হক গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল...

ঝিকরগাছায় তাফসীরুল কোরআন মাহফিলে হাফেজদের পাগড়ি প্রদান

সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছায় তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে হাফেজদের পাগড়ি প্রদান করা হয়েছে।মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বর্ণি...

বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবি’র অ’ভিযানে ভারতীয় পণ্য ও মা’দকসহ আ’টক-১

সাইবুর রহমান সুমন, বেনাপোল : যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে অভিনব কায়দায় বহনকৃত ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ...

কালীগঞ্জে ভোট দিতে এসে মোটর শ্রমিকের  মৃ’ত্যু

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে ভোট দিতে এসে নুর ইসলাম সজল নামে এক মোটর শ্রমিক মারা গেছেন। নিহত...