মো: বুলবুল হোসেন:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টাঙ্গাইল শাখা ও সবুজ পৃথিবী দেলদুয়ার শাখার উদ্যোগে আজ দেলদুয়ার উপজেলার মীরকুমুল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মীরকুমুল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কর্মকারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাপা টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সমাজ সেবক মোঃ জাহিদুল ইসলাম, প্রিন্সিপাল ইব্রাহীম খা অধ্যয়ন ও মানব সেবা সংস্থার সাধারণ সম্পাদক ও লেখক গবেষক মোঃ ইমরুল হাসান সরকার। কুইজ প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মীরকুমুল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলি আক্তার, রোকসানা আক্তার, লতা আক্তার ও টুম্পা আক্তার। প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুটি গ্রুপে মোট ১০ জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন ফাহাদ শেখ, মাবিয়া, নাজিফা, ছামিয়া, লামিয়া, সালেহিন, জাহিদা, মরিয়ম, সাজ্জাদ ও সোমাইয়া। পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের নিয়ে ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা রোপন করা হয়।