মিতালী রানী দাস:
থাকবো নাকো বদ্ধ ঘরে
দেখবো এবার দিরাই ঘুরে
কেমন করে ঘুরছে মানুষ
ক্রিমিনালদের হাত ধরে
কেমন করে যাচ্ছে মানুষ
সেনমার্কেটের পুর্ব দিকে
কেমন করে খাচ্ছে মানুষ
রুপসী রেস্টুরেন্টের ছাদনাতলে।