মো. মাসুদ আলম, ব্যুরো চিফ, রাজশাহী:
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হলো জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলন। শনিবার দুপুরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, “দুর্নীতি এবং দুশাসনের কবর রচনা করতেই আমাদের সন্তানরা রক্ত দিয়েছেন। এখনও যারা অফিস-আদালতে ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজি করছেন, তাদের প্রতি অনুরোধ—এ সব বন্ধ করুন। কারণ, এসব কাজ শহীদদের আত্মাকে কষ্ট দেয়।”
তিনি আরও বলেন, “আমরা একটি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ ও দখলদার মুক্ত ন্যায়ের বাংলাদেশ গড়তে চাই। আল্লাহর শক্তিতে বলীয়ান হয়ে আমরা মানবিক জাতি গঠনে এগিয়ে যাব। একমাত্র কোরআনের শাসনই সকল ধর্ম, বর্ণ ও দলের মানুষের জন্য সম্মানের গ্যারান্টি। এই আদর্শ বাস্তবায়নের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।”
ডা. শফিকুর রহমান শহীদদের স্মরণ করে বলেন, “স্বাধীনভাবে কথা বলার পরিবেশ তৈরির জন্য যারা রক্ত দিয়েছেন, জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ। জুলাই আন্দোলনের শহীদরা জাতির সম্পদ এবং আমাদের জাতীয় বীর। তাদের ঋণ শ্রদ্ধার সঙ্গে আজীবন পরিশোধ করতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী। এছাড়া বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, নুরুল ইসলাম বুলবুল, মোবারক হোসাইন, রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক প্রমুখ।
সম্মেলন পরিচালনা করেন মহানগর সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি শাহাদত হোসেন এবং জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা ও সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটন।