দুর্গাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

লেখক: Champa Biswas
প্রকাশ: 6 days ago

মুন্না ইসলাম আগুন,দুর্গাপুর উপজেলা প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলা ও পৌর যুবদলের নেতা কর্মীরা।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের গেট থেকে যুবদলের ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে জিয়া চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজমের সভাপতিত্বে, বক্তরা দ্রুত তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামীলীগ ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হান্নান, সদস্য সচিব মোহাইমেনুল হক রেন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ মাহমুদ, সাবেক, চেয়ারম্যান ইসরাফিল হক, যুবদলের রাজশাহী জেলার সদস্য শহীদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর হোসেন, যুবদল নেতা, বাবু, মেহেদী, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিমন, যুগ্ম আহ্বায়ক আল সাইফ জীবন, দুর্জয়, রকিসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাইনুল হক।

error: Content is protected !!