দিল্লির সি আই এস এফ জওয়ানদের কড়া হুশিয়ারি, এখনই দিল্লির গান্ধী ময়দান ছাড়তে হবে তৃনমূল দলের 

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

ভারত সংবাদদাতা ঃ

আজ তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার লোকসভার সদস্য শ্রী অভিষেক ব্যানার্জী এম পি কে দিল্লির গান্ধী ময়দান ছাড়তে হুশিয়ারি দিলেন সি আই এস এফ সদস্যরা। এদিন পশ্চিম বাংলা র শিক্ষা নীতির প্রতিবাদে এবং পশ্চিম বাংলা পাওনা টাকা এবং একশত দিনের কাজের দাবিতে বিক্ষোভ প্রদর্শন শুরু হবার কথা আগামী কাল। কিন্তু ওই বিক্ষোভ প্রদর্শন করার আগে দিল্লিতে অবস্থিত তৃনমূল দলের কেন্দ্রীয় নেতৃত্ব আজ ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং বিজেপি রাজের অপসারণের জন্য ধর্ণায়, বসেন গান্ধী ময়দানে মহাত্মা গান্ধীর মুর্তির পদ দেশে। সাথে সাথে খবর ছড়িয়ে পড়ে যে পশ্চিম বাংলা র তৃনমূল দলের নেতৃত্ব অভিষেক ব্যানার্জী এম পি নির্দেশ মেনে ধর্ণায় বসে পড়েছে। খবর যায় কেন্দ্রীয় সরকারের অধীনে দিল্লি পুলিশের কাছে। সাথে সাথে ঘটনার স্থানে পৌঁছে যায় দিল্লি র কেন্দ্রীয় পুলিশ সি আই এস এফ এর জওয়ানদের সদস্যরা। তাদের কে বলতে শোনা যায় যে গান্ধী ময়দান ছাড়তে। এবং এখানে তামাশা করার যায়গা নয়। আপনারা অবিলম্বে গান্ধী ময়দান ছাড়েন। এমন কিছু করবেন না যে আমাদের বলপ্রয়োগ করতে হবে আপনাদের উপর। এরপর বিক্ষোভ প্রদর্শন শুরু হয়। এবং তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার লোকসভার সদস্য অভিষেক ব্যানার্জী এম পি গান্ধী ময়দান ছাড়েন। এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের শান্তিপূর্ণ অবস্তান কে ভাঁঙতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের পুলিশ কে তৃনমূল দলের নেতৃত্বে র বিরুদ্ধে ব্যবহার করছে। সেই সঙ্গে আগামী কাল দিল্লি র যন্তরমন্তর রোড ও কৃষি ভবন রেলওয়ে ভবনের সামনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন অভিষেক ব্যানার্জী এম পি। আজকের এই গান্ধী ময়দানে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ও ক্যানিং পূর্বে র বিধায়ক শওকত মোল্লা এবং পশ্চিম বাংলা এম পি কল্যাণ ব্যানার্জী ও পশ্চিম বাংলা র বিধান সভার স্পিকার বিমান ব্যানার্জী ও পশ্চিম বাংলা র তৃনমূল দলের অন্যতম নেতা ও মন্ত্রী শোভনদেব চ্যাটার্জী এবং পশ্চিম বাংলা র আরো কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব। একই সাথে মিলিত হন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের অন্যতম নেতা ও মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন এবং মানবেন্দ্র মন্ডল ও তৌফিক আহমেদ মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা এবং পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষা শেলের সভাপতি মইদুল ইসলাম ও ডায়মন্ডহারবার বিধান সভার সদস্য পান্নালাল হালদার এবং ক্যানিং পূর্বে র তৃনমূল দলের অন্যতম নেতা সাদিক হোসেন ভাই ও মোক্তার মোল্লা এবং সিকান্দার সেখ এবং ভাঙড় কেন্দ্রের ব্লক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান আরাবুল ইসলাম ও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্পিকার মুজিবুর রহমান মোল্লা সহ হাজার হাজার তৃনমূল দলের নেতৃত্ব।

error: Content is protected !!