শাহিদুর রহমান,দিরাই উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রিপা সিনহা। তিনি সুনামগঞ্জ-২, দিরাই-শাল্লা আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি। শনিবার (১৮ নভেম্বর) তিনি এ মনোনয়ন ফরম ক্রয় করেন।এ সময় রিপা সিনহা মিডিয়াকে বলেন, দিরাই উপজেলার মানুষ আমাকে বিপুল ভোটে দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আশা করি দল আমাকে মনোনয়ন দিলে দিরাই-শাল্লার মানুষ এ আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবে। এর সাথে তিনি এ ও বলেন, দল যাকে মনোনয়ন দেবে তাঁর পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করবো।