সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
দিরাই উপজেলায় বিভিন্ন প্রিন্ট জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকদের সংগঠন দিরাই রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার দিরাই জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী, দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম হোসেন, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, দিরাই এলএসডি মফিজুর রহমান, ব্রাক আইডিপি উপজেলা কর্মকর্তা হেলেনা বেগম, এরিয়া ম্যানাজার বশির আহমদ, দিরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক সন্দিপন দাস, দিরাই প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, আওয়ামী লীগ নেতা ফারুক সরদার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, দিরাই থানার সেকেন্ড অফিসার মিন্টু চৌধুরী, সিনিয়র সাংবাদিক শামসুল ইসলাম, ইয়াহিয়া চৌধুরী, আব্দুল বাছির সরদার, উপজেলা যুব উন্নয়ন অফিস সহকারী জহির আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা মুরাদ মিয়া, সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, দিরাই প্রেসক্লাবের নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরী, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জুসেফ, শ্রমিক নেতা বাবলু মিয়া, জমিয়ত নেতা নুর আলী রায়হান, ব্যবসায়ী রায়হান মিয়া, কল্লোল তালুকদার, রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য শিশির কুমার অধিকারী, সহসভাপতি রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার সাদিক, মুহিবুর রহমান, কোষাধ্যক্ষ রবিনুর চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপংকর বণিক দীপু প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন দিরাই থানা মসজিদের ইমাম মাওলানা হাসান আলী।