সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান
দিরাই প্রেসক্লাবের অভিষেক উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও রচনা প্রিতযোগিতা অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকাল ১১টায় দিরাই মডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিরাই প্রেসক্লাবের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে ।
কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন ।
প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন এর পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার গোলাম মোস্তফা,দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহেল সরদার, দিরাই উচ্চ বিদ্যালযের সহকারী শিক্ষক মনিকা রায়,দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায, কর্ণগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী দাস,মাটিয়া পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজিত মিয়া,সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক নুরুল আজিজ চৌধুরী, নলেজ হোম একাডেমীর সভাপতি মুজিবুর রহমান, নগদি পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, প্রধান শিক্ষক নমিতা রায়, শিক্ষক জাহিরুন বেগম, সফছা বেগম,মুহসিনা খাতুন, আলরিনাদ তন্নি, অর্পা রায়,বকুল রায়, রুবেনা বেগম, পাপিয়া , কানিজ ফাতেমা , তন্নি , তাহমিদা , পুষ্পা , দ্রুপতি, শুভ্রজিৎ ,
প্রেসক্লাবের সহসভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলান, সাবেক সাধারণ সম্পাদক কুদরত পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈদুর রহমান তালুকদার, অর্থসম্পাদক প্রশাস্ত সাগর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিল্লোল পূরকায়স্থ, দপ্তর সম্পাদক রুম্মান আহমদ,নির্বাহী সদস্য ইমরান হোসাইন, আবুহানিফ চৌধুরী, সদস্য তোফায়েল আহমেদ, সামছুল আলম,জীবন সূত্রধর, শাহজাহান সিরাজ মোস্তাক মিয়া, উবাইদুল হক প্রমুখ। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন, প্রীতিরানী, সজিত মিয়া, মুজিবুর রহমান, নমিতা রায়, মনিকা রায়, রুহেল সরদার।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষার সাথে সাহিত্য সংস্কৃতি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। দিরাই প্রেসক্লাবের এ আয়োজনকে সাধুবাদ জানাই। আশা করি আগামীতে আরো ব্যতিক্রম কার্যক্রম পরিচালনা করবে।
আলোচনা সভা শেষে হল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।