দিরাই প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

দিরাই প্রেসক্লাবের অভিযেক সফল করতে বুধবার সন্ধ্যায় দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারে দিরাই অনলাইন একাত্তর টিভি কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয় । প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন এর পরিচালনায় জরুরী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস সমবায় সমিতি ঢাকার সাবেক সভাপতি, দৈনিক যুগান্তর এর অনুসন্ধানী প্রতিবেদক নেছারুল হক খোকন । উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান মাহমুদ হেলাল,অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, নির্বাহী সদস্য আবুহানিফ চৌধুরী, ইমরান হোসাইন, মোশাহিদ আহমদ সরদার,শাহজাহান সিরাজ, দপ্তর সম্পাদক রুম্মান আহমদ , দীপংকর বনিক দিপু, জীবন সূত্রধর প্রমুখ। সভায় শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন ও কুইজপ্রতিযোগিতা,অতিথি মনোনয়ন, সম্মাননা ক্রেস্ট, অতিথি শিল্পী দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রসঙ্গত,আগামী ৪ সেপ্টেম্বর অভিষেক অনুষ্ঠান দিরাই উপজেলা গন মিলনায়তন হলে অনুষ্ঠিত হবে ।

error: Content is protected !!