শাহিদুর রহমান,দিরাই উপজেলা প্রতিনিধি:
অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচির আওতায় দিরাই সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে বুধবার (১৭ই মে) দুপুরে খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জ-২ দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাবেক সহ সভাপতি সিরাজ দৌলা তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, দিরাই খাদ্য গুদামের ওসি এলএসডি মফিজুর ইসলাম, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদ সর্দার তালহা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে দুজন প্রান্তিক কৃষকের কাছ থেকে ছয় মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়।
ওসি এলএসডি মফিজুর ইসলাম জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় ৮২৩ জন কৃষকের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ২৪৬৯ মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোনো রকম হয়রানি ছাড়াই যাতে সহজে গুদামে ধান সংগ্রহ করা যায়, সেজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।