দিরাই উপজেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ দিরাইয়ে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ফলক উন্মোচন করা হয়।
সারাদেশ ব্যাপি আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তার ধারাবাহিকতায় দিরাই শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও কালনী সেতু উদ্ভোদন করা হয়।
আজ ১৪ নভেম্বর কালনী সেতুটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ২০১২ সালে কালনী নদীর উপর নির্মিত কালনী সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
প্রায় ২৮ কোটি টাকা ব্যায়ে নির্মিত সেতুটি নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কালনী নদীর উপর সেতু নির্মাণের ২১০ কি,মি, ফলে উপজেলার পূর্বাঞ্চলের ৩০ গ্রামের অন্তত সোয়া লক্ষ মানুষ যোগাযোগ ক্ষেত্রে উপকৃত হবে এবং জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নে ভুমিকা রাখবে।
বিভিন্ন স্থানে , দিরাইয়ে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কালনী সেতু, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, চারটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদুর রহমান মামুন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আতাউর রহমান সহ বীর মুক্তিযোদ্ধাগণ, মেয়র বিশ্বজিৎ রায়, ওসি কাজী মোক্তাদির হোসেন, করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, পৌর কাউন্সিলরবৃন্দ সহ দিরাই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।