দিরাইয়ে নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

শাহিদুর রহমান,দিরাই উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শেখ কামালের ৭৪-তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (০৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিরাজ দৌলা তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম নজরুল ইসলাম, দিরাই থানার ওসি তদন্ত আকরাম হোসেন, উপজেলা তথ্য কর্মকর্তা পারমিতা দাস সুইটি প্রমুখ।

সভা শেষে জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপন ও শেখ কামালের রুহের মাগফেরাত কামনায় ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

error: Content is protected !!