দিরাইয়ে ডক্টর সামছুল হক চৌধুরীর সাংবাদিকদের সাথে মত-বিনিময় সভা অনুষ্ঠিত 

লেখক:
প্রকাশ: 2 years ago

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য, যুক্তরাজ্য শ্রমিকলীগের সভাপতি ড. সামছুল হক চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। আমিও এই উন্নয়নের অংশীদার হয়ে তা এগিয়ে নিতে চাই। প্রধানমন্ত্রীর উন্নয়নের গতিকে বেগবান করতে চাই। তার হাতকে শক্তিশালী করতে চাই।
সোমবার দুপুর ১২টায় দিরাই জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে দিরাই উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
দিরাই শাল্লা আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে ড. সামছুল হক চৌধুরী বলেন, বিগত ৩৪ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃক্ত আছি। কয়েকটি সমাজসেবী সংগঠনের সাথে যুক্ত থেকে দিরাই শাল্লা এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে চলেছি। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন, অসহায়, হতদরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা করেছি। মাদ্রাসা প্রতিষ্ঠা, রাস্তা নির্মাণ করেছি। পরিকল্পনামন্ত্রীর সহযোগিতা নিয়ে দিরাইয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ, তিন কোটি টাকা ব্যয়ে ধীতপুর-কামরিবীজ পাকা সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রেখেছি। গত তিন টার্মে আমি দলের মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু পাইনি। দলীয় প্রধানের আহবানে সাড়া দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছি। আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মুল্যায়ন করবেন বলে আমি আশাবাদী। আমি নির্বাচনে নামতে প্রস্তত। দল থেকে মনোনয়ন দিলে আমি জিতে আসতে পারব এ আত্মবিশ্বাস আছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দিরাই প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, ইমরান হোসাইন, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, জাকারিয়া হোসেন জুসেফ, রুম্মান আহমদ, রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, আক্তার সাদিক, রবিনুর চৌধুরী, দীপংকর বণিক দীপু প্রমুখ।
error: Content is protected !!