দিনাজপুরে কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 7 months ago

রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি:

আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে দিনাজপুরে বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা।

১৯ এপ্রিল (শুক্রবার) বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর কৃষক লীগের আয়োজনে জাতীয় ও সংগঠনের দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা কৃষক লীগের আহবায়ক আলহাজ্ব মোঃ আজিজার রহমান-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বলেন, আওয়ামী লীগের অন্যতম সহযোগি সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ।

কৃষকের অধিকার রক্ষায় ১৯৭২ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন খরচ নিম্ন পর্যায়ে রাখতে সার, বিদ্যুৎ, সেচসহ বিভিন্ন খাতে ভর্তূকি দিয়ে আসছে। এছাড়াও সার, বীজ, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণে সুশাসন নিশ্চিতের পাশাপাশি কৃষি উপকরণের দাম কমানো হয়েছে। তাতে বর্তমান কৃষকেরা অনেক লাভবান হচ্ছে।

দিনাজপুর জেলা কৃষক লীগের সদস্য সচিব, মোঃ আসফাক হোসেন সরকার-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মেহেবুব হোসেন চৌধুরী লিটন, মোঃফায়জুল রহমান, আলহাজ্ব মজিবর রহমান, অধ্যাপক আব্দুস সবুর, সদস্য জনার্ধ রায়, পৌর কৃষকলীগের আহবায়ক ফয়সল হাবিব সুমন, সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ মোকছেদ আলী রানা, সদস্য সচিব সাখাওয়াত হোসেন, কাহারোল উপজেলা কৃষকলীগের আহবায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক খায়রুল আযম আবু প্রমুখ।

error: Content is protected !!