আন্তর্জাতিক ডেস্কঃ
তিনদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যায় নাকাল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলসহ বিভিন্ন অঞ্চল। বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। নিখোঁজ রয়েছে ১০ জন।
বার্তাসংস্থা বিবিসি নিউজ জানায়, গত চারদিন ধরে প্রবল বৃষ্টির কারণে বন্যা, ভূমিধস দেখা দেয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে দেশের বেশিরভাগ অংশ। বেশীরভাগ প্রাণহানি হয়েছে পার্বত্য উত্তর গিয়ংসাং অঞ্চলে, যেখানে ভূমিধসে পুরো বাড়িঘর ভেসে গেছে।
শনিবার দক্ষিণ কোরিয়া জুড়ে প্রায় ৩০০ মিমি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে কোরিয়ান মেটিওরোলজিক্যাল অ্যাসোসিয়েশন।
এ ছাড়াও বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে প্রবল ঝড়। এর ফলে সিউলের দক্ষিণ-পশ্চিম এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ১০ হাজারেরও বেশি পরিবার। এখনো বন্যাকবলিত অঞ্চলে আটকে আছে অন্তত এক হাজারের বেশি বাসিন্দা। আটকেপড়া বাসিন্দাদের উদ্ধারে তৎপর রয়েছেন উদ্ধারকর্মীরা।
এদিকে, বন্যার পানিতে তলিয়ে যাওয়া একটি টানেল থেকে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, চেয়ংজুতে মাটির ৪৩০ মিটার (১ হাজার ৪১০ ফুট) নিচের টানেলটিতে ১৫টির বেশি গাড়ি আটকে আছে।
আল জাজিরা জানায়, রোববার সকালে উদ্ধারকর্মীরা প্লাবিত ভূগর্ভস্থ টানেলে আটকে থাকা একটি বাস থেকে সাতটি মৃতদেহ উদ্ধার করে। ডুবুরিরা সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
শনিবার তিন দিনের টানা বৃষ্টিতে পার্শ্ববর্তী মিহো নদীর তীর ধসে পড়লে চার লেনের আন্ডারপাসটি প্লাবিত হয়।
সি.বিশ্বাস/নিউজবিডিজারনালিষ্ট ২৪