কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
ভারতের লোকসভা নির্বাচনের বেশি সময় বাকি নেই। ভারতের সব রাজনৈতিক দল আগে ভাগেই ময়দানে নামতে না নামতে পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার দলের নেতা এবং কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে এবং একসাথে সাম্প্রদায়িক বিজেপি ও এন ডি এ কে পরাজিত করতে এখন থাকতে ময়দানে নামার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার নির্দেশ মেনে আগামী ১০ই, মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।
তার প্রস্ততি হিসাবে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দর বন জেলা কমিটির নির্দেশ মেনে মগরাহাট পশ্চিমের উস্তি কে পি সি উচ্ছ মাধ্যমিক বিদ্যালয় ময়দানে তৃনমূল দলের বিশাল জনসভার আয়োজন করেন পশ্চিম বাংলা র সাবেক মাদ্রাসা শিক্ষা মন্রী ও তিন বারের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। তিনি তার বিধান সভার প্রতিটি তৃনমূল দলের নেতা এবং কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন। এবং কেন্দ্রীয় সরকার গড়তে পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা পালন করবেন বলে জানান। এবং বিজেপি কে পরাজিত করতে সব ধরনের সহায়তা দরকার বলে মনে করেন।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সুন্দর বন জেলা তৃনমূল দলের সভাপতি ও বিধায়ক যোগরন্জন হালদার এবং সুন্দর বন জেলা যুব তৃনমূল দলের সভাপতি ও দক্ষিণ চব্বিশ পরগনা
জেলার খাদ্যের কর্মধক্ষ্য বাপি হালদার এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্পিকার মুজিবুর রহমান মোল্লা এবং জেলা পরিষদের সদস্য নুর খাতুন বিবি ও পশ্চিম বাংলা র এস টি ও ওবেসি সেলের নেতা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য নুরুজ্জামান সেখ এবং মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল দলের অন্যতম নেতা নাজমুল দপ্তরি এবং ফিরোজ উদ্দিন পুরকাইত । এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের নেতা আইনজীবী কুতুবউদ্দিন সেখ এবং আইনজীবী জামির হোসেন মুন্সী সহ মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের নেতা এবং কর্মীরা।