খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় তৃণমূল উন্নয়ন সংস্থা বাস্তবায়নে ইয়ুথ গ্রুপের অভিজ্ঞতা বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার গুইমারা উপজেলায় হাফছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা’ তৃণমূল উন্নয়ন সংস্থার’ ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সভা হয়।
অনুষ্ঠিত সভায় যুব সদস্য আহবায়ক অলজয় ত্রিপুরার সভাপতিত্বে সভায় তৃণমূল উন্নয়ন সংস্থা আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার তুহিন চাকমা, আস্থা প্রকল্পের ফিল্ড এসোসিয়েট চিংথৈউ মারমা, আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের সদস্য সাহ্লাপ্রু মারমাসহ নাগরিক সদস্য সাথে ৩০ জন যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশে নারী-পুরুষের বৈষম্য দূরীকরণে প্রতিনিয়ত কাজ করতে হবে আমাদের সকলকে। নারীর প্রতি সহিংসতা : প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতন হতে হবে।
বক্তারা আরো বলেন, নারীর প্রতি সহিংসতা রোধের জন্য আইন ছাড়াও আমাদের প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। আমরা জেন্ডার বৈষম্য দৃষ্টিতে দেখবো না।
এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে পারবে। যার মাধ্যমে নারী পাবে সহিংসতার প্রতিকার। গড়ে উঠবে সহিংসতামুক্ত একটি সুন্দর সমাজ। নিজ নিজ অবস্থান থেকে নারীদেরকে কথা বলতে হবে নিজের অধিকার আদায়ে।