মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
মনিরামপুর উপজেলার ভবদহপাড়ের মনোহরপুরে ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার গ্রামীন জনগোষ্ঠির কয়েক’শ রোগিকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১২ টায় মনোহরপুর ইউনিয়ন পরিষদ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ঢাকা তুরস্ক দুতাবাস ওব্লাডম্যানের উদ্যোগে এবং দারাজ বাংলাদেশ ও টিকার যৌথ সহযোগীতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পের একঝাক বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক আগত গ্রামিন জনগোষ্ঠির কয়েক’শ রোগিদের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা সহ ওষুধ সরবরাহ সেবা দেন। এছাড়াও মনোহরপুরের জনগোষ্ঠির জন্য বিনামূল্যে আগামি ছয়মাসের জন্য টেলিমেডিসিন সেবার আওতায় চিকিৎসা দেওয়ার প্রতিশ্রতি ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। প্রতিমন্ত্রী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করায় তুরস্ক দুতাবাস, ব্লাডম্যান এবং এই উদ্যোগের ইমপ্যাক্ট পার্টনার দারাজ বাংলাদেজ ও টিকাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান,বøাডম্যানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহরিয়ার হাসান জিসান, দারাজের সিএসআর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার আফিফা সুলতানা। আফিফা সুলতানা জানান, ট্যুর ফর স্যোসাল গুডস সিজন-২ গ্রামীন জনগোষ্ঠির স্বাস্থ্য তাইতো সেবা চ্যালঞ্জ মোকাবেলায় কাজ করছে এ সংস্থাটি।