তাহিরপুরে ৬ টি দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা

লেখক: বিশেষ প্রতিনিধি, সিলেট
প্রকাশ: 7 months ago

সুনামগঞ্জ থেকে এফ এম হাসান:

সুনামগঞ্জের তাহিরপুরে অগ্নি কান্ডের ঘটনায় ৬ টি দোকান ঘর পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তাহিরপুর সদর বাজারে ভয়াবহ এই অগ্নি কাণ্ডের ঘটনাটি ঘটেছে।

তবে, আগুনের সূত্রপাত কি ভাবে হয়েছে তাৎক্ষণিক দোকানের ব্যবসায়িরা জানাতে পারেননি। তারা জানিয়েছেন, ৬ টি দোকানের মালামাল সহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা জানান, বৃহস্পতিবার সন্ধার পর থেকে থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারনে বাজারে থাকা লোকজন বিভিন্ন দোকানে বসে বাড়ি ফেরার অপেক্ষা করছিলেন।

হঠাৎ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খালেদা বেগমের দোকান ঘর সহ কয়েকটি দোকানে এক সঙ্গে আগুন দেখে লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। পরে বাজারের লোকজন, ব্যবসায়ী এবং আশেপাশের গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

পরে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তারা ঘটনাস্হলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের লোকজন, বাজারে থাকা লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণ করেন। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা স্হলে আসায় বাজারবাসী বড় রকমের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ ফায়ার সার্ভিসকে সার্বিক সহযোগীতা করেছে। ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

error: Content is protected !!